Tuesday, October 7, 2025
spot_img

Latest Posts

পাকিস্তানের মডেল এবার অভিনয় করবেন বাংলাদেশের সিনেমায়!

পাকিস্তানের মডেল ও অভিনেত্রী জারা আহমেদ এবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। মঙ্গলবার তিনি ‘ফোর্স’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক আসিফ ইকবাল। এ সিনেমায় জারা আহমেদকে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে, যেখানে এক নারীর প্রতিশোধের গল্প তুলে ধরা হবে।

পরিচালক আসিফ ইকবাল জানান, সিনেমার অ্যাকশন লুক দেখে জারা বেশ মুগ্ধ হন। এরপর চিত্রনাট্য ও পরিকল্পনা পাঠানো হলে তিনি পছন্দ করেন এবং সম্মতি জানান।

বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ১০ এপ্রিল এফডিসিতে শুটিং শুরু হবে, পাশাপাশি কেরানীগঞ্জ ও গাজীপুরেও দৃশ্যধারণ করা হবে। জারা প্রায় দুই সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবেন এবং শুটিং শেষ করার পর এ বছরই ঈদুল আজহায় ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

এর আগে পরিচালক আসিফ ‘চোখ’ সিনেমাটি নির্মাণ করেছিলেন। অন্যদিকে, জারা আহমেদ পাকিস্তানের ‘ছু লে আসমান’ সিনেমায় অভিনয় করেছেন। মূলত মডেলিংয়ে বেশি দেখা গেলেও তিনি ‘হাম কাহা কে সোচে থে’ ও ‘খুদসার’সহ বেশ কিছু টিভি সিরিজে অভিনয় করেছেন। ‘ফোর্স’ সিনেমায় তার বিপরীতে থাকছেন বাংলাদেশের অভিনেতা ম্যাক দিদার।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.