ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস বর্তমানে সিনেমার কাজের তুলনায় ইউটিউব কেন্দ্রিক কাজের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। তবে তার আরেকটি পরিচয় হল, তিনি চিত্রনায়ক শাকিব খানের সাবেক স্ত্রী এবং তাদের এক পুত্রসন্তান রয়েছে। শাকিব-অপু সম্পর্ক ভেঙে যাওয়ার পর শাকিবের জীবনে আসেন শবনম বুবলী, যিনি এখন শাকিবের সাবেক স্ত্রী।

এখন, শাকিব দুই নায়িকার জন্যই অতীত হলেও, মাঝে মাঝে সামাজিক মাধ্যমে এই দুই নায়িকার মধ্যে তর্ক-বিতর্ক দেখা যায়। অপু বিশ্বাস শুরুর থেকেই বুবলীকে স্বীকার করেননি, এবং প্রায়ই তাকে খোঁচা দিয়ে কথা বলেন সামাজিক মাধ্যমে। এবারও অপু আবার এই ইস্যু নিয়ে কথা বলেছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, “তাকে (বুবলী) আমি আমার যোগ্য মনে করি না। কারণ যোগ্যতা একদিনে আসে না। আমি অপু বিশ্বাস, একজন সুপারস্টার।” যদিও তিনি সরাসরি বুবলীর নাম নেননি, নেটিজেনরা সহজেই বুঝে ফেলেছেন যে অপু কাকে ইঙ্গিত করছেন। তবে এ বিষয়ে বুবলীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং তিনি এখনও নীরব রয়েছেন।

উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন এবং ২০১৭ সালের ১০ এপ্রিল তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব, কিন্তু তারাও পরবর্তীতে আলাদা হয়ে যান।