Tuesday, October 7, 2025
spot_img

Latest Posts

আমির খানের ৬০তম জন্মদিন

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান ১৪ মার্চ ২০২৫ সালে ৬০ বছরে পা রাখছেন। তাঁর এই বিশেষ জন্মদিন উদযাপনে বলিউডে শুরু হয়েছে নানা আয়োজন। পিভিআর আইনক্স ঘোষণা করেছে ‘আমির খান: সিনেমা কা জাদুগর’ শীর্ষক একটি বিশেষ চলচ্চিত্র উৎসব, যেখানে আমির খানের বিভিন্ন সময়ের জনপ্রিয় চলচ্চিত্রগুলি প্রদর্শিত হবে।

এই উৎসবে ‘লাগান’, ‘তারে জমিন পর’, ‘রং দে বাসান্তী’, ‘দিল চাহতা হ্যায়’ এবং ‘পিকে’ সহ আমিরের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি পুনরায় মুক্তি পাবে। এই উদ্যোগের মাধ্যমে দর্শকরা বড় পর্দায় আবারও আমিরের অভিনয়ের জাদু উপভোগ করতে পারবেন।

ছবি ইনস্টাগ্রাম থেকে।

আমির খানের চলচ্চিত্রজীবন শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে ১৯৭৩ সালে ‘ইয়াদোঁ কি বারাত’ ছবিতে। ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে নিজের অবস্থান সুদৃঢ় করেন। এরপর ‘দিল’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘সারফারোশ’ এবং ‘দিল চাহতা হ্যায়’ সহ একের পর এক সফল ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের মুগ্ধ করেন।

২০০১ সালে ‘লগান’ ছবিতে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন আমির, যা অস্কারের সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছিল। পরবর্তীতে ‘তারে জমিন পর’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ এবং ‘দঙ্গল’ ছবিতে তাঁর অভিনয় ও প্রযোজনার দক্ষতা দর্শকদের মন জয় করে।

কোভিড-১৯ মহামারীর সময় আমির খান অভিনয় থেকে অবসর নেওয়ার কথা বিবেচনা করেছিলেন। তবে তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও-এর পরামর্শে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং চলচ্চিত্রে সক্রিয় থাকেন। বর্তমানে আমির ও কিরণ প্রযোজিত ‘লস্ট লেডিস’ ছবিটি ভারতের পক্ষ থেকে আসন্ন একাডেমি অ্যাওয়ার্ডসে বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে।

আমির খানের ৬০তম জন্মদিন উপলক্ষে এই বিশেষ চলচ্চিত্র উৎসব তাঁর দীর্ঘ ও সফল ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। দর্শকরা আবারও তাঁর সেরা চলচ্চিত্রগুলি বড় পর্দায় উপভোগ করার সুযোগ পাবেন, যা আমিরের প্রতি তাদের ভালোবাসা ও সম্মান প্রদর্শনের একটি বিশেষ উপলক্ষ।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.