Tuesday, October 7, 2025
spot_img

Latest Posts

জামিনে মুক্ত হলেন আল্লু অর্জুন

‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শনীতে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়ে এক রাত সংশোধনাগারে কাটানোর পর জামিনে মুক্ত হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা আল্লু অর্জুন। ৪ ডিসেম্বর হায়দরাবাদে সন্ধ্যা প্রেক্ষাগৃহে ওই ঘটনা ঘটে এবং শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

তেলঙ্গানা হাই কোর্ট ওই দিনই আল্লুকে অন্তর্বর্তী জামিন প্রদান করে, তবে তাকে শুক্রবার রাতটি সংশোধনাগারে কাটাতে হয়। পরদিন শনিবার সকালে বাড়ি ফিরে আসেন আল্লু, যেখানে তাকে স্বাগত জানান তার স্ত্রী স্নেহা রেড্ডি ও দুই সন্তান। বাড়ির দরজায় পৌঁছতেই স্নেহা তাকে আলিঙ্গন করেন।

মুক্তির পর আল্লুর সঙ্গে দেখা করতে আসেন দক্ষিণী চলচ্চিত্রের আরও কিছু তারকা, যেমন নাগা চৈতন্য ও রাণা দগ্গুবতী। তাদের সঙ্গে আল্লু আনন্দের সাথে আলিঙ্গন করেন, এবং ওই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এছাড়া, অভিনেতা চিরঞ্জীবীর স্ত্রী সুরেখা কোনিদাও আল্লুর বাড়িতে উপস্থিত ছিলেন।

পরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপ করতে গিয়ে আল্লু বলেন, তিনি ওই ঘটনার জন্য দায়ী নন এবং এর জন্য হাতজোড় করে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, “আমি ভালো আছি, চিন্তার কিছু নেই। আমি একজন আইন মেনে চলা নাগরিক, আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি আইনি প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করব।”

Latest Posts

spot_imgspot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.