Tuesday, October 7, 2025
spot_img

Latest Posts

জানা গেল প্রযোজক স্বামী নিয়ে বিদ্যার কি সমস্যা

ভারতীয় অভিনেত্রী বিদ্যা বালান পেশাগত ও ব্যক্তিগত জীবনকে আলাদা রাখার পক্ষে। তিনি মনে করেন, দুটি জীবন যদি একে অপর থেকে পৃথক রাখা যায়, তবে উভয় ক্ষেত্রেই সফলতা অর্জন করা সম্ভব। এই চিন্তাধারা অনুসরণ করেই, তিনি তার প্রযোজক স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে কাজ করতে রাজি নন। ২০১২ সালে সিদ্ধার্থকে বিয়ে করা বিদ্যা বলেন, অন্য প্রযোজক বা পরিচালকের সঙ্গে কাজের বিষয়ে সহজে আলোচনা করা সম্ভব, কিন্তু স্বামীর সঙ্গে তেমন সহজভাবে পেশাগত বিষয় নিয়ে কথা বলা সম্ভব নয়, বিশেষ করে পারিশ্রমিকের বিষয়টি।

বিদ্যা জানান, তাদের মধ্যে প্রায়ই কাজের কারণে তর্ক-বিতর্ক হয় এবং এসব কারণে তাদের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তিনি বলছেন, ব্যক্তিগত জীবনে অশান্তি তৈরি করতে তিনি কখনোই চান না। উদাহরণস্বরূপ, তিনি বলেন, “ঘনচক্কর” সিনেমায় সিদ্ধার্থের সঙ্গে কাজ করার সময় তার অভিজ্ঞতা মোটেও ভালো ছিল না এবং সে সময় তিনি কাজ ছেড়ে দেয়ার ব্যাপারে চিন্তা করেছিলেন। পরে নির্মাতারা তাকে আশ্বস্ত করেন যে, শুটিং সেটে সিদ্ধার্থ উপস্থিত থাকবেন না, যা তার জন্য কিছুটা স্বস্তির ছিল।

বিদ্যা বলেছেন, তার জন্য ব্যক্তিগত সম্পর্কের গুরুত্ব অনেক বেশি, তাই তিনি সচেতনভাবে স্বামীর সঙ্গে কাজ থেকে বিরত থাকেন, যাতে কোনো ধরনের অশান্তি বা দ্বন্দ্ব তাদের সম্পর্ককে প্রভাবিত না করে।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.